1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, উপ-উপাচার্য ও প্রক্টর আহত সড়ক পরিবহন সংস্কার কমিটির সাংবাদিক সম্মেলন,,,,, নুরের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ঢামেক পরিচালক কলসকাঠীতে ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়িয়েছে ভুয়া অডিও, প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নুরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা, চিকিৎসা সহায়তার আশ্বাস ‘নুরের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন’ নড়াইল ২ আসনে ট্রাক মার্কায় নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম গাজায় দুর্ভিক্ষ বাড়ছে, ক্ষুধায় আরও ১০ জনের মৃত্যু

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিমান দুর্ঘটনার পর হতাহত শিক্ষার্থীদের তথ্য গোপন এবং পরীক্ষার সময়সূচি নিয়ে অব্যবস্থাপনার প্রতিবাদে রাস্তায় নেমেছে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তারা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করে, পরে বিক্ষোভ নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়।

সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মূল ফটক বন্ধ করে দেওয়া হলে, আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সচিবালয় চত্বরে এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীরা দাবি জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং শিক্ষা সচিবকে অবিলম্বে অপসারণ করতে হবে। তাদের ভাষায়, এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে যে ধরনের দেরি ও অসংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্ষমার অযোগ্য। গভীর রাতে পরীক্ষার স্থগিতাদেশ ঘোষণা করায় অনেক শিক্ষার্থী সকালে কেন্দ্রেও পৌঁছে গিয়েছিল।

সিটি কলেজের এক শিক্ষার্থী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে গোপালগঞ্জের ঘটনায় সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হয়, সেখানে এত বড় দুর্ঘটনার পরও দীর্ঘ সময় কোনো ঘোষণা আসেনি। আমরা এমন দায়িত্বজ্ঞানহীন প্রশাসন চাই না।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, মিরপুর বাংলা কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, প্রশ্নপত্রে ভুল, সিদ্ধান্তহীনতা এবং হতাহতের সঠিক তথ্য না জানানো সব মিলিয়ে শিক্ষা প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে শিক্ষার্থীরা।

আরেক শিক্ষার্থী বলেন, শুধু পদত্যাগ নয়, শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার চাই। একই বোর্ডে সবাইকে এক প্রশ্নে পরীক্ষা দিতে হবে, দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া যাবে না।

অস্থিরতা ঠেকাতে সচিবালয়ের আশপাশে পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট