রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের নাটোরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর শহরের গাড়ীখানা কবরস্থানে মা-মেয়েকে দাফন করা হয়। এর আগে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
ওই দিন ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় মা-মেয়ের মরদেহ পৌঁছায়। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। শোকের ছায়া নামে এলাকাতেও।
নিহত লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, ঢাকার মোহাম্মদপুরে গতকাল সোমবার সকালে একটি আবাসিক ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে গৃহকর্মীর ছুরিকাঘাতে খুন হন মা-মেয়ে।
হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে আসে ঘাতক গৃহকর্মী। ঘাতক গৃহকর্মী নিহত নাফিসার স্কুলড্রেস পরে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা গৃহকর্তা বাসায় ফেরে দেখেন, মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। ওই বাড়ি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
নিহত নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলে ফিজিক্সের শিক্ষক। আজিজুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ২০১২ সাল থেকে ঢাকার মোহাম্মদপুরের ওই ভবনের সপ্তম তলায় বসবাস করছিলেন।