ঢাকার রাজধানীতে দুইটি শহর এই দুই শহরে দুই নিয়মে গাড়ি চলে।একটি হলো ঢাকা ক্যান্টনমেন্ট আরেকটি হলো ঢাকার রাজধানী।
কিন্তু পরিবহন চলে দুই নিয়মে যখনই ক্যান্টনমেন্টে প্রবেশ করেন তখনই ড্রাইভারা শৃঙ্খলার মধ্যে থেকে নিয়ম মেনে গাড়ি চলাচল করেন কিন্তু ক্যান্টনমেন্ট পার হয়ে ঢাকার রাজধানীর শহরে গুলোতে উঠলেই এলোমেলো অবস্থা সৃষ্টি করে।
কারণ হলো একটাই ক্যান্টনমেন্টের ভিতর বাংলাদেশ সেনাবাহিনী কঠোর হতে কঠোর অবস্থানে পরিবহন নিয়ন্ত্রণ করে কোন প্রকার ছাড় নেই,,কিন্তু ঢাকার রাজধানীর শহরে ট্রাফিক পুলিশ কে ড্রাইভারা না মানায় সৃষ্টি হয় যানযট। নগরবাসী ও কর্মজীবিদের বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা ।
তাই ঢাকার রাজধানী পরিবহন শৃঙ্খলায় আনতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা প্রদান করলেন অবশ্যই পরিবহনের শৃঙ্খলা ফিরে আসবে চাঁদাবাজিও অটোমেটিক বন্ধ হয়ে যাবে বলে মনে করেন।
সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটি ।