1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন।

এবারও সেই ধারাবাহিকতা রক্ষা করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ঐতিহ্য বজায় রেখে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচার শুরু করবেন।

তফসিল অনুযায়ী-২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার শুরু হবে। ওইদিন সকালেই তিনি সিলেট শহরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করবেন।

পরে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিম নগরে হযরত শাহপরাণের (রহ.) মাজারে পা রাখবেন। মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক সূচনা হবে।

সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে বেলা ১১টায় প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীরা এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভায় বক্তব্য দেবেন এবং সংশ্লিষ্ট জেলায় দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

সেখান থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে একটি করে পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচার শুরু করবেন।

এটি দুই যুগ পর তার প্রথম সিলেট সফর, তাই সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম সফর, তাই জনসাধারণের সমাগমও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিলেট জেলা ও মহানগর বিএনপি তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশ প্রস্তুতি শুরু করেছে। আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা ও মহানগর নেতাদের উদ্যোগে প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ সফরে তারেক রহমান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। এ ছাড়া এটি দলের নেতাকর্মীদের মনোবল বাড়ানোর একটি বড় সুযোগও হিসেবে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে বিএনপি কেন্দ্রীয় কমিটির একজন নেতা জানান, দলের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানের প্রথম সিলেট সফর এবং প্রথম নির্বাচনি জনসভা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত। দলের লক্ষ্য- সিলেট ও পার্শ্ববর্তী জেলা অঞ্চলে জনসমাগমের মাধ্যমে নির্বাচনি প্রচার শক্তিশালী করা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

হযরত শাহ জালাল (রহও) ও হযরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।

এর আগে ২০০৫ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে সিলেটে এসেছিলেন তারেক রহমান। যুক্তরাজ্যে দীর্ঘ নির্বাসনের পর ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে ফিরেছেন।

দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তার মা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট