নিজস্ব প্রতিবেদক
আবারও গ্রেপ্তার হলেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। নারী নির্যাতনের মামলায় ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা টাইমসকে জানান, নারী নির্যাতনের মামলায় গতরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেল কি গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
রিমান্ড চাওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত রিমান্ডের আবেদন করবো না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।