নাইম টিটো স্টার্ফ রিপোটার্স
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে পুকুরে ডুবে আয়েশা খানম (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আয়েশা খানম ঝিকড়া গ্রামের আবির তাজ ইমন ও তার স্ত্রীর একমাত্র কন্যা। ঘটনার সময় শিশুটির মা-বাবা চিকিৎসার প্রয়োজনে লোহাগড়া সদরে গেলে আয়েশাকে তার দাদা-দাদীর কাছে রেখে যান। কিন্তু পরিবারের সবার অগোচরে আয়েশা বাড়ির পাশের পুকুরে চলে যায় এবং পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
শিশুটির মৃত্যুতে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুর প্রতি অবহেলার বিষয়টি তুলে ধরে পরিবারকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। পারিবারিক অবহেলার কারনে এই মৃত্যু হয়েছে বলে দাবী এলাকার স্হানীয়দের।