ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে ফের অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটা থেকে পূর্ব ঘোষণা কর্মসূচি হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এসময় আন্দোলনকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, লীগ ধর, জেলে ভর, হাদির রক্ত , বৃথা যেতে দেব না, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপোষ না সংগ্রাম , সংগ্রাম সংগ্রাম, হাদি মানে আজাদি, হাদি মানে ইনসাফ- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এর আগে, গতকাল রাতে চার দফা দাবি ঘোষণা করে শাহবাগ মোড় ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে: খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা; সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা।