শুভ ইংরেজি নববর্ষ — শুভেচ্ছার রঙিন ভোর ✨
নতুন সূর্য উঠুক আজ, স্বপ্নমাখা আলো নিয়ে,
দুঃখগুলো ফেলে আসি সব, পুরোনো বছরের গাঁথা বয়ে।
নতুন পথে নতুন গান, নতুন দিনের ডাকে,
হাসি থাকুক হৃদয়ভরা, রঙ ছড়াক আকাশে-মাকে।
আশার ডালিতে ফুটুক ফুল, সাফল্যের সুগন্ধে,
প্রিয়জনরা থাকুক পাশে, ভালোবাসার বন্ধনে।
বেদনার সব কালো মেঘ হোক মিলিয়ে দূর,
আনন্দ ছুঁয়ে বলুক হেসে— এ বছর হোক শুভ নূতন ভোর।
শান্তি, সুখ আর সমৃদ্ধি থাকুক সাথী সারা বছর,
প্রার্থনা রইল হৃদয়ভরা— হোক আলোকিত তোমার ভবিয়ান্ন।
Happy New Year 2026
লায়ন মোঃনূর ইসলাম,
চেয়ারম্যান,
জাতীয় সাংবাদিক সংস্থা ও সংসদ সদস্য প্রার্থী নড়াইল ২