1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় আহত ৯

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ট্রাকচালকসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী শ্রীনগর অংশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় সোমবার ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে ট্রাকচালক সামনের সড়ক স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল।

ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা মেলার ডেকোরেশনের মালামাল, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ও শ্রমিক বহন করা হচ্ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট