রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে যানজট তৈরি হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসংলগ্ন অংশে তারা মহাসড়ক অবরোধ শুরু করে। দুপুর ১টা পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
সরেজমিন ঘুরে দেখা যায়, সড়কের দুপাশে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলতে দিচ্ছে না তারা।
এ সময় তাদের ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীর চামড়া তুলে নেব আমরা’, ‘সন্ত্রাসীর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।
ফাঁড়ির খুব কাছেই এমন ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়া ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়েছে-এ জন্য ক্যান্টিনটি বন্ধ করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বহুবার ফোন করলেও দায়িত্বশীল পদে থাকা ভিপি তাদের সঙ্গে যোগাযোগ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ‘পুলিশ কাজ করছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে বোঝানোর চেষ্টা করছি।’
শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে:—
১. হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করা।
২. কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা।
৩. কাজলা ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করার অভিযোগে ক্যান্টিনটি বন্ধ ঘোষণা করা।