যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই অভিযোগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে ইরান এ ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করেনি।
যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন কাটজ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথেই প্রতিহত করা হয়েছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।
এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধের ১২তম দিনে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছিলেন, প্রায় ছয় ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে।
এতে যুদ্ধবিরতির সময় দাঁড়ায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী রাত ১২টার কাছাকাছি। এরপর ঠিক রাত ১২টার কিছু পর ইরান ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, যুদ্ধবিরতি শুরু হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের অংশ প্রেস টিভি বলেছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ ও ওয়াইনেট নিউজ পোর্টালও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।