হামলা পাল্টা হামলায় কদিন ধরেই আলোচনায় ইরান-ইসরায়েল। চারদিক যখন যুদ্ধের দামামা ঠিক তখনই এই উত্তেজনা আরও বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র।
ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে মার্কিন হামলার পর মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার পর দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।
পররাষ্ট্র দফতরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।
এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।