আমেরিকা প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’ বলে মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুক্তরাষ্ট্রের যুদ্ধ মূলত ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে।
বিবিসির আমেরিকান অংশীদার এনবিসিকে রোববার (২২ জুন) দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।
ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে আমেরিকা স্থলযুদ্ধে যেতে চায় না, বরং ‘পরমাণু হুমকি বন্ধ করে’ ভবিষ্যতের জন্য ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান চায়।
তিনি জানান, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য।