ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন লক্ষ্য করে আবারও ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ইসরায়েলি চ্যানেল ১২ এর বরাতে আল-জাজিরা রোববার (১৮ মে) এ খবর জানিয়েছে।
ইয়েমেনের যে অংশ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটি নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী। তবে, কোনো পক্ষ এখনও হামলার দায় স্বীকার করেনি।
এদিকে ইসরায়েলি বাহিনী ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রজেক্টাইল উৎক্ষেপণের পর মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।
বেন গুরিওন বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
এর আগে চলতি মাসের শুরুতে, ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একই বিমানবন্দরের পরিধিতে আঘাত হানে।
এর ফলে একটি রাস্তা এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘন্টার পর ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন।
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা।