রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউটর ফারুক আহাম্মদ এ অভিযোগ দাখিল করেন।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঢাকায় চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হয়। তদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
তবে মামলার বিস্তারিত অভিযোগ ও আসামিদের নাম আদালতে উপস্থাপনের পরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।