ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটি জানান গ্যাবার্ড।
গ্যাবার্ড তার ওই পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে ধারণা করা যায়, ইরান এমন এক পর্যায়ে রয়েছে যে তারা চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সঙ্গেও সম্মতি জানান গ্যাবার্ড। বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি ঘটতে পারে না এবং আমি এতে একমত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এই বিষয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড ভুল তথ্য দিয়েছেন।
ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একত্রিত মূল্যায়নকে সরাসরি অস্বীকার করার নজির তৈরি করলো, যা দেশটির প্রশাসনে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কে বলেছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না? তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল।
সাংবাদিক যখন উল্লেখ করেন, ‘আপনার (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। তখন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, ‘তিনি (তুলসী) ভুল।
এর আগে ২৫ মার্চ কংগ্রেসে উপস্থাপিত এক গোয়েন্দা প্রতিবেদনে ডিএনআই গ্যাবার্ড জানান, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি এবং অস্ত্র নির্মাণের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।