সোহেল হাওলাদার বরিশাল প্রতিনিধি,
বরিশালের বাকেরগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে,সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ করতে চালু হয়েছে এ সহায়তা কেন্দ্র।
রোজ বুধবার(২ জুলাই )সকাল ১১ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড স্বাধীন বাংলা সুপার মাকেটের ২য় তলায় ‘ক্রিয়েটিভ কম্পিউটার,ও সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে‘রাকিব ডিজিটাল ফটোকপি এন্ড স্টুডিও’নামে দুটি কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ,
এসময় উপস্থিত ছিলেন,
বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান ও জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ,
জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাকেরগঞ্জ উপজেলায় ২টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে,পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সেবা বিস্তারের পরিকল্পনা রয়েছে,ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ,মিউটেশন আবেদন,খতিয়ান সংগ্রহ,জমির নকশা প্রাপ্তিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন,
বিশেষ করে যে সব মানুষ তথ্য প্রযুক্তিতে দক্ষ নন, তাদের জন্য এ সেবা হবে বিশেষ সহায়তা,উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন,এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ,দ্রুত ও হয়রানিমুক্ত হবে। প্রযুক্তিতে যারা দক্ষ,তারা ঘরে বসেই অনলাইনে এসব সেবা নিতে পারছেন,তবে এই কেন্দ্র মূলত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের জন্য স্থাপন করা হয়েছে,
সরকারের নির্ধারিত ফি গ্রহণের ফলে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকছে না,উল্লেখ্য,ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।