এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, ‘অবহেলিত নড়াইলের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। এর আগেও নড়াইল ও লোহাগড়ায় অনেক উন্নয়ন করেছি। আমি এমপি বা মন্ত্রী না হয়েও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামীতে আরো কাজ করতে চাই। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ আরো অনেকে।