সরকারি বিধি-নিষেধ মেনে নিয়ে নড়াইল ২ আসনে পূর্বের সকল নির্বাচনীয় প্রচারণার ব্যানার, ফেস্টুন, পোস্টার নামিয়ে নতুন ভাবে নড়াইলের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শুরু করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম।
রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া বাজার সহ আশপাশের বেশ কিছু বাজার এবং বিভিন্ন গ্রামে নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু শেখ এর নেতৃত্বে লায়ন নূর ইসলাম ও গণ অধিকার পরিষদের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
এ সময় গন অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন নূর ইসলাম বলেন আমার উপরে নড়াইল ২ আসনের মানুষ সন্তুষ্ট এবার আশা করি ভালো কিছু হবে নির্বাচিত হলে নড়াইল ২ আসন কে নতুন ভাবে সাজানোর পরিকল্পনা আছে।