বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে জূলাই আন্দোলনের আগে ফেসিস আওয়ামীলীগের দোষর শাহজাহান খান,শামছুর রহমান দুদু ,উসমান আলী,ও হুমায়ূন খাঁন, দায়িত্বে ছিল, ৫ আগষ্ট ফেসিস আওয়ামীলীগের পতন হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান গ্রেপ্তার হয়ে কারাগারে, সাধারণ সম্পাদক উসমান আলী পলাতক রয়েছেন , কিন্তু ওই কমিটির কার্যকরি সভাপতি শামছুর রহমান দুদু , নিজেকে ,বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি,ও যুগ্ম সাধারণ সম্পাদক,হুমায়ূন খাঁন,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক পরিচয়ে দিয়ে অনৈতিক ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দখল করে বিভিন্ন টার্মিনালে দখল করে বেআইনি ভাবে টার্মিনাল কমিটি ও আধিপত্য বিস্তার করে চাঁদা বাজিতে ব্যাস্ত রয়েছে , এই ফেসিস আওয়ামীলীগের দোষর, শামছুর রহমান দুদু,ও,হুমায়ূন খাঁন সহ যারা অবৈধভাবে বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন দখল করে চাঁদা বাজি করছে অবিলম্বে তাদের কে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
প্রচারেঃ সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটি।