1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, উপ-উপাচার্য ও প্রক্টর আহত সড়ক পরিবহন সংস্কার কমিটির সাংবাদিক সম্মেলন,,,,, নুরের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ঢামেক পরিচালক কলসকাঠীতে ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়িয়েছে ভুয়া অডিও, প্রতিবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নুরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা, চিকিৎসা সহায়তার আশ্বাস ‘নুরের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন’ নড়াইল ২ আসনে ট্রাক মার্কায় নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম গাজায় দুর্ভিক্ষ বাড়ছে, ক্ষুধায় আরও ১০ জনের মৃত্যু

সড়ক পরিবহন সংস্কার কমিটির সাংবাদিক সম্মেলন,,,,,

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নেবেন।
ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজি: ১৭৭৬) এর অনিয়ম, দূর্ণীতি,বে-আইনি সভা এবং অবৈধ কথিত নির্বাচন বাতিলের দাবিতে সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির ও বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক উয়িং /শাখার অবস্থান আপনাদের মাধ্যমে সরকার, শ্রম মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহ, ইউনিয়নের সদস্য শ্রমিকদের কাছে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি।

আপনারা অবগত আছেন যে, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজি: ১৭৭৬) ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া কেন্দ্রিক ঢাকা হতে দেশের নানা প্রান্তে যাতায়াতাকারী বাস শ্রমিকদের পেশাজীবী শ্রমিক সংগঠন। সংগঠনটি পেশাজীবী হলেও বড় দুটি দলের সমর্থিত কতিপয় নেতার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে সদস্য শ্রমিকরা তাদের নায্য অধিকার, কল্যাণ হতে বঞ্চিত হচ্ছে । অপরদিকে শ্রমিকদের নামে দৈন্দদিন উত্তোলনকৃত চাদা শ্রমিকদের কল্যাণে ব্যয় না হয়ে রাজনৈতিক নেতা/কথিত শ্রমিক নেতাদের পকেটে যাচ্ছে। শোষিত হচ্ছে শ্রমিক সমাজ।
অথচ এই ইউনিয়নের সদস্য শ্রমিকগণ কোন কোন না ভাবে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও ক্ষেত্রবিশেষে কর্মী বা নেতা। কিন্তু রাজনৈতিক পেশীশক্তি কথিত শ্রমিক নেতার হুমকি/সন্ত্রাসী কার্যক্রম ও শ্রম ভবনের কর্মকর্তাদের দূর্ণীতি-অনিয়মের কাছে ইউনিয়নের সদস্য শ্রমিক কিন্তু বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও ক্ষেত্রবিশেষে কর্মী বা নেতৃবৃন্দ অসহায় হয়ে পড়ায় ক্ষোভে ফুসে উঠছে শ্রমিক সমাজ। যার প্রভাব রাজনৈতিক দলেও পড়ছে। তাই জনদাবীতে বাধ্য হয়ে আজকের এই সংবাদ সম্মেলন।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ
১৬ই আগস্ট/২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ইউনিয়নের কথিত সাধারণ সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকায় অনুষ্ঠি হয়। উক্ত সাধারণ সভায় মালিক সমিতির উচ্চ পর্যায়ের ব্যাক্তিবর্গ,রাজনৈতিক দলের কতিপয় নেতা, শ্রমিক নামধারী চাঁদাবাজ ব্যাক্তিদের উপস্থিত থাকায় প্রকৃত শ্রমিকের উপস্থিতির সংখ্যার চেয়ে চোখে পড়ার মতো বহিরাগতদের উপস্থিতি ছিল। উপরন্তু গঠনতন্ত্র ও শ্রম আইন মোতাবেক সভার কোরাম পূর্ণ হয়নি। কারণ ইউনিয়নের সদস্য সংখ্যা 7 হাজারের বেশী কিন্তু বদ্ধ ঘরের সভায় মাত্র উপস্থিতি ছিল ৮০০ জন। মিলনায়তনের সিট ক্যাপসিটি ছিল ৮০০।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা
সভার আহবায়কের/সভাপতি পদধারী বৈধভাবে /আইনী প্রক্রিয়ায় সভাপতি হননি বিধায় সভাটি শ্রমিকদের নয় বরং একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। সভা আহবায়কের বৈধতা না থাকায় ও সভার কোরম পূরণ না হওয়ায় সভার কার্যক্রম অব্যাহত রাখা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ৪ এর ঘ ও মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোট বিভাগের রীট পিটিশন নং 7372/2011 ও 4316/2014 এর রায়ের লঙ্ঘন।

সাংবাদিক বন্ধুগণ
ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজি: ১৭৭৬) এর বিগত ২০২২ সালের নির্বাহী কমিটির নির্বাচনটি ছিল একটি নাটক মাত্র। দুটি সভা হয় দুটি নির্বাচনী ফলাফল দাখিল হয় শ্রম দপ্তরের ঢাকা অফিসে। পেশীশক্তিধারী মালিক সমিতির প্রভাবাধীন গ্রুপকে জনাব শাহজাহান খানের ইশারা ইঙ্গিতে ও দূর্ণীতির ফসল হিসেবে সরকারী খাতে চালানের মাধ্যমে রাজস্ব খাতে টাকা জমা না দিয়ে আওয়ামীলীগের তল্পিবাহক সরকারকে রাজস্ব ফাকি দিয়ে তড়িঘরি করে শ্রম অধিদপ্তরের পরিচালক জনাব হাফেজ আহম্মদ মজুমদার রাতের আধারে কমিটি অনুমোদন করেন।
২০২২ সালের পূনরাবৃত্তি করছে বর্তমান শ্রম অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ । তার কিছু নমুনা আপনাদের অবগতির জন্য তুলে ধরা হলো

১। ২০২২ সালের কথিত নির্বাচিত ও শ্রম অধিদপ্তরের অনুমোদনকৃত এবং সরবরাহকৃত রেকর্ডপত্রে ১৬ই আগস্ট/২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ইউনিয়নের কথিত সাধারণ সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তন, রমনা, ঢাকার সভা আহবানকারী ও কথিত অবৈধ সভাপতির নাম ছিল না। ফলে সভাটি অবৈধ। বাতিল করতে হবে।

২। ২০২৩ সালের কথিত নির্বাচিত ও শ্রম অধিদপ্তরের অনুমোদনকৃত এবং সরবরাহকৃত কমিটির সভাপতি জনাব নুরুল আমিন নুরু যখন পবিত্র ওমরা হজে মক্কা শরীফে ভ্রমণরত ছিলেন; তখন মালয়েশিয়া প্রবাসী এবং বর্তমানে কার ব্যাবসায়ী জনাব নাসির কাশেম সভাপতি নুরুল আমিন নুরুসহ ৫ জনের স্বাক্ষর জাল করে পদত্যাগ দেখিয়েছেন ও ভুয়া সাধারণ সভা দেখিয়ে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩০ কে লঙ্ঘন করে ০৪ জনের জায়গায় ৫ জনকে কো-অপ্ট করে কমিটি শ্রম দপ্তর, ঢাকায় কাগজপত্র দাখিল করেছেন।
জনাব নুরল আমিন নুরু গং বিষয়টি জানতে পেরে পদত্যাগ করেনি মর্মে প্রতিবাদ করলেও শ্রম দপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও দূর্ণীতিপরায়ন গোপালী পরিচালক জনাব আফিফা ও তার সাগরেদ/মুরিদরা ১৪/১১/২০২৪
তারিখের পদত্যাগের কাগজপত্র ৩/১০/২০২৪ তারিখের নোটিশের মাধ্যমে ২/১১/২০২৪
তারিখের সভার কার্যবিবরনী শ্রম দপ্তরের আওয়ামী ফ্যাসিস্টদের কাছে বিনা বাধায় আইনের তোয়াক্কা না করে নথিবদ্ধ করেছে। যা বর্তমান বৈষম্যহীন সমাজে মেনে নেয়া মানে জুলাইয়ের গণ-অভ্ত্থানের সাথে প্রতারণ করা।
3। মালয়েশিয়া প্রবাসী এবং বর্তমানে কার ব্যাবসায়ী জনাব নাসির কাশেম কথিত ভূয়া সভা ও জাল স্বাক্ষরের পদত্যাগে অবৈধভাবে সাধারণ সম্পাদক হয়ে পূনরায় পদত্যাগ করে গঠনতন্ত্রের ৩০ অনুচ্ছেদকে ২য় বারের মতো লঙ্ঘন করে পূর্বের ৫ জনের স্থলে হাজী মোঃ আবুল কাশেম কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। বিষয়টি শ্রম দপ্তরে বৈধভাবে নথিবদ্ধ নয়। তাই হাজী মোঃ আবুল কাশেম এর আহবানকৃত ১৬/৮/২৫
তারিখের ডাকা সভাটি অবৈধ।

প্রিয় সাংবাদিক বন্ধুগণ
4। শ্রম অধিদপ্তরের পরিচালক জনাব এস এম এনামুল হক স্বাক্ষরিত 6/8/2025 তারিখের 3094 নং স্মারকের সভা তত্ত্বাবধান পত্রে তত্ত্বধানকারী কর্মকর্তাদের “সাধারণ সভায় উপস্থিত থেকে ইউনিয়নের সদস্যদের উপস্থিতির স্বাক্ষর সংগ্রহ পূর্বক কোরাম পূরণ করে সভাটি যথাযথরূপে অনুষ্ঠিত হয়েছে কিনা তা বিস্তারিত উল্লেখ পূর্বক কর্মদিবসের মধ্যে স্বাক্ষরিত তালিকাসহ প্রতিবেদন দাখিল করবে “ মর্মে উল্লেখ করে নির্দেশনা জারী করেন।

৫। কিন্তু সভা অনুষ্ঠানের মিলনায়তনের সিট ক্যাপাসিটি তথা উপস্থিত সদস্য শ্রমিক সংখ্যানুপাতে গঠনতন্ত্রের 24 অনুচ্ছেদ মোতাবেক কোরাম না হওয়া সত্ত্বেও শ্রম দপ্তরের সুশীল পরিচালক জনাব এস এম এনামুল হক স্বাক্ষরিত 6/8/2025 তারিখের 3094নং স্মারকের পত্রের নির্দেশনা প্রতিপালিত না হওয়া , শ্রম আইন 317 এর এর ঘ লঙ্ঘন করা ও মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোট বিভাগের রীট পিটিশন নং 7372/2011 ও 4316/2014 এর রায়কে উপেক্ষা করে শ্রম দপ্তরের আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও বর্তমানের একটি রাজনৈতিক দলের তল্পিবাহক হিসেবে এবং দূর্ণীতি ও অনিয়মের কারনে সভা অনুষ্ঠানের প্রতিবেদন অদ্যাবধি দাখিল করছে না । কারণ কোরামসহ উপরে বর্ণিত অন্যান্য কারনে সভার কাজ অবৈধ।

৬। শ্রম দপ্তরের দূর্ণীতি, অনিয়ম রাজনৈতিক বেড়াজালে চাপা পড়ে যায়। ফলে জনগণ কাঙ্খিত সেবা হতে বঞ্চিত হয়। তাই রাজনৈতিক চাপ না অনিয়ম দূর্ণীতি সেটা ষ্পষ্ট করার জন্য ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজি: ১৭৭৬) তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করলে আবেদনের আংশিক/অসম্পূর্ণ উত্তর ও ডকুমেন্ট সরবরাহ করে। এই ডকুমেন্টস সরবরাহের দিনে আবেদনকারীসহ একাধিক ব্যাক্তিকে সরকারের একটি নিশ্ছিদ্র নিরাপত্তায় বেষ্টিত শ্রম ভবনে সন্ত্রাসী হামলার শিকার হতে হয়। এ হামলার নেপথ্যে কারিগরগণ শ্রম দপ্তরের রাজনৈতিক দলের আশ্রয়-প্রশয়ে থাকা দূর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। এরাই গোপনে তথ্য সরবরাহ করে সন্ত্রাসীদের ডেকে আনে ও মামলার উদ্ভব হয়। অবিলম্বে রমনা থানাসহ যেকোন থানায়/আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে ও সন্ত্রাসী হামালার সাথে যোগসূত্র অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

7। শুধু তাই নয়- দাম্ভিকতার সাথে শ্রম অধিদপ্তরের সুশীল পরিচালক জনাব এস এম এনামুল হক স্বাক্ষরিত 6/8/2025 তারিখের 3094নং স্মারকের সভা তত্ত্বাবধান পত্রে জারীকৃত 02 দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনাকে পাশ কাটিয়ে সভার কেরাম বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে বলে অসম্পূর্ণ ও আংশিক তথ্য সরবরাহ করেন। অথচ পরিচালকের অনুমোদন ব্যতীত অফিসিয়ালি কোন তথ্য পরিবেশনের সুযোগ নেই। কারণ সভার কোরাম না হওয়ায় হ্যা এবং না কে এড়িয়ে চুপ থেকে সভা আহবানকারীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অতীতের মতো নির্বাচনী ফলাফল দাখিলের সুযোগ করে দূর্ণীতি ও অনিয়ম এবং রাজনৈতিক লেজুড়বৃত্তি করার পায়তারা করছে।

8। ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন (ঢাকা রেজি: ১৭৭৬)সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন কার্যক্রম কে জনসেবা বান্ধব ও দূর্ণীতি এবং অনিয়ম উৎখাতের লক্ষ্যে শ্রম অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্ট আমলসহ বর্তমান বড় রাজনৈতিক দলের লেজুবৃত্তির সাথে জড়িত ও দীর্ঘদিন ধরে প্রধান কার্যালয়/ঢাকা বিভাগের মধ্যে ঘুরপাক খাওয়া কর্মকর্তা-কর্মচারীগণ দূর্ণীতির অদ্যাপ্রান্ত জেনে গেছেন। এদের মাধ্যমে শ্রমিকগণ শোষিতের শিকার হবে। দূর্ণীতিবাজ/চাদাবাজ গণ আইনের মারপ্যাচে নেতা বনে যাবেন। এ থেকে পরিত্রানের জন্য সংশ্লিষ্ট সকল কর্তপক্ষের নিকট শ্রম অধিদপ্তরের রাজনৈতিক লেজুড়বৃত্তিপনা , আওয়ামী দোসর, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বদলি পূর্ব অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে ন্যায়বিচারের আবেদন করছি।

ধন্যবাদান্তে,
মোঃ মাজহারুল ইসলাম
01849138310
যুগ্ম আহ্বায়ক
সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট