তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনও শাহবাগ মোড় অবরোধ করেছেন।
বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।
মঙ্গলবার শিক্ষার্থী আবরার ফাইয়াজ জানান, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা-চুয়েট, কুয়েট, রুয়েটসহ—লংমার্চের মাধ্যমে শাহবাগ মোড়ে এসে অবরোধ করবেন। তারপর তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।
শিক্ষার্থীদের দাবিসমূহ হলো-
ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সমমান পদে নিয়োগ: সকলকে পরীক্ষা দিতে হবে, ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করা যাবে না।
টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
প্রকৌশলী পদবি ও কোর্স এক্রিডেশন: বিএসসি ব্যতীত প্রকৌশলী পদ ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে এবং নন-এক্রিডিটেড কোর্সগুলো IEB-BAETE এক্রিডেশনের আওতায় আনা হবে।
শিক্ষার্থীরা দাবি পূরণের জন্য অবরোধ এবং লংমার্চের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান।