স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় হাতিয়ারসহ একজন আনসার সদস্য থাকবেন।
সচিবালয়ে রোববার (১০ আগস্ট) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়। প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় এবার নির্বাচনে হাতিয়ারসহ একজন আনসার সদস্য থাকবেন। আর প্রতিটি কেন্দ্রে এবার হাতিয়ারসহ তিনজন আনসার সদস্য থাকবেন।
তিনি বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আনসার সদস্যরা। অনেক সময় প্রিজাইডিং অফিসারদের ওপরও হামলার ঘটনা দেখা যায়, এজন্য আমরা হাতিয়ারসহ উনার জন্য একজন গার্ড ব্যবস্থা করছি।
নির্বাচনে বডি ক্যাম থাকবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বডি ক্যাম কেনা হচ্ছে। কোন কেন্দ্রে কোন ধরনের ঘটনা ঘটছে, সেটি জেলার সাংবাদিকরাও দেখতে পাবেন। নির্বাচনে কোনো অরাজকতা হবে না।
এমন নির্বাচন করে যেতে চাচ্ছি, যেন চলে যাওয়ার পর মানুষ প্রশংসা করে। নির্বাচন সুষ্ঠু করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও কেমন নির্বাচন চাচ্ছেন- সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন, প্রশাসন, জনগণ কীভাবে ভোট চাচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে অবস্থায় দেশ পেয়েছে, তেমন পরিস্থিতি কখনও আসেনি। তবে সে অবস্থায় পরিবর্তন এসেছে।
হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি, তবে একটি স্ট্যান্ডার্ডে আসা গেছে।