বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং তঞ্চঙ্গ্যা (২৪) নামের এক উপজাতি নারী গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (৪ আগস্ট) সকালে ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে পিলার ৪২ ও ৪৩ এর মাঝামাঝি এলাকায় নিজের চাষকৃত জুমক্ষেতে কাজ করতে গিয়ে বিস্ফোরণের কবলে পড়েন তিনি।
ঘটনাস্থলটি আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের বাইরে অবস্থিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত লাকি সিং ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে। মর্মান্তিক বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
স্থানীয়রা জানান, সীমান্তে প্রায়ই গুলির শব্দ বা বিস্ফোরণের ঘটনা শোনা গেলেও এভাবে মাইন বিস্ফোরণে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা আতঙ্কজনক।
সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেছেন তারা।