শেখ হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে বলে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘তার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না।
অন্য কোনো সরকার আসা বা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া, তা এই অন্তর্বর্তী সরকার করতে পারে না।
শনিবার (২ আগস্ট) রাতে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জুলাই ওয়ারিয়র্স আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, ‘একটি পক্ষ রাষ্ট্রের কোনো সংস্কার না করেই ক্ষমতা হস্তান্তরে উঠেপড়ে লেগেছে। শুধু সরকার পরিবর্তন করলেই লক্ষ্য পূরণ হবে না।
এ সময় তিনি বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও সংবিধান বলবৎ রেখে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করে কোন লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, দেশে সুশাসনের জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
অনুষ্ঠানে আহত শিক্ষার্থী জুলাই যোদ্ধাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। এছাড়া ৫০ জন আহতকে অটোরিকশা দেয়ার ঘোষণা দেয়া হয়।