1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন চবিতে সংঘর্ষ : বাদী ঠিক হয়নি, ৩ দিনেও হয়নি মামলা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে সুনসান নীরবতা আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষ, উপ-উপাচার্য ও প্রক্টর আহত সড়ক পরিবহন সংস্কার কমিটির সাংবাদিক সম্মেলন,,,,, নুরের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন ঢামেক পরিচালক কলসকাঠীতে ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত।

মাগুরায় সাপের কামড়ে শাওন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

তৌহিদ, মাগুরা

মাগুরাতে সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার ২৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন শিকদার ওই গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে শাওনের চাচাতো ভাই জহির শিকদার জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে হাঁটতে বের হলে একটি বিষধর সাপ শাওনকে কামড় দেয়। কামড় দেওয়ার পর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চললেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শুনেছি, তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। যদি সময়মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো যুবকটিকে প্রাণে বাঁচানো যেত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে বিপদ বাড়ে। শাওনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই প্রমাণ।

এই আধুনিক যুগে এসে এজাতীয় গোঁড়ামী আমাদের কাম্য নয়।আশাবরি আগামীতে আমরা আরো সচেতন হবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট