1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড বরিশাল–১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে আমি মুগ্ধ, নড়াইল ২ আসনের প্রার্থী লায়ন নুর ইসলাম,,,,,,, বাঁশখালীতে দেশি অস্ত্রসহ দুজন গ্রেফতার হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার ভূলন্ঠিত মানবতা, আইনের শাষণ কোথায়? ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা ও মেয়েকে নাটোরে দাফন ভারতের এবার কৃষিপণ্যে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মাগুরায় সাপের কামড়ে শাওন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

তৌহিদ, মাগুরা

মাগুরাতে সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার ২৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাওন শিকদার ওই গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে শাওনের চাচাতো ভাই জহির শিকদার জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে হাঁটতে বের হলে একটি বিষধর সাপ শাওনকে কামড় দেয়। কামড় দেওয়ার পর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চললেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়।

তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শুনেছি, তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। যদি সময়মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো যুবকটিকে প্রাণে বাঁচানো যেত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে বিপদ বাড়ে। শাওনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই প্রমাণ।

এই আধুনিক যুগে এসে এজাতীয় গোঁড়ামী আমাদের কাম্য নয়।আশাবরি আগামীতে আমরা আরো সচেতন হবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট