রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ ফাইটার জেট বিমান বিধস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। মাইলস্টোন কলেজের মাঠে জেটটি আগুন ধরে যায়।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ- সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়, যা ১.০৬ মিনিটে উড্ডয়ন করে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এতে কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।’