1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন

বরিশালে ডেঙ্গু আক্রান্তে দুজনার মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

সোহেল হাওলাদার বরিশাল প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় বরিশাল শের—ই বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত সোনিয়া আক্তার (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুস ছালামের মেয়ে,অপর মৃত সাইফুল ইসলাম (৩৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ তথ্যানুযায়ী এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে তথ্যের সত্যত্যা নিশ্চিত করেছেন হাসপাতালের উপ—পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৭ জুলাই দুপুর পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫৬৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন।

মৃত্যুবরণ করেছেন ১৩ জন। এরমধ্যে বরগুনা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১৩ জনের মধ্যে ছয়জনই বরগুনার,আক্রান্তের মধ্যে বরগুনার বাসিন্দা ৩ হাজার ৩৮০ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের বাইরে গেলে কিছুই করার থাকবে না। তাই মশার বংশ বিস্তাররোধে নিজ নিজ উদ্যোগে বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট