বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ‘লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে ১৫ হাজার টাকা ঋণ নিয়ে সুদে আসলে দিতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা, ঋণের চাপ সইতে না পেরে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ রোস্তম আলীর (৪২) এর স্ত্রী সেলিনা বেগম (৩৬)।
বুধবার (১৮ জুন) লামার পার্শ্ববর্তী চকরিয়া’র
বমু বিলছড়ি ইউনিয়নের বমু নয়া পাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা মাতামুহুরি নদীতে এই ধটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, লামা উপজেলার লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে সেলিনা বেগম ২০১৮ সাল ১৫ হাজার টাকা ঋণ গ্রহণ করে। সেই ঋণের কিছু অংশ টাকা বকেয়া থাকায় তা বর্তমানে সুদে-আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হয় বলে দাবি করেন লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাঠ কর্মীরা।
তখন সেলিনা বেগম ঋণের চাপ সইতে না পেরে স্থানীয়দের লোকলজ্জা ও স্বামীর অত্যাচারের ভয়ে খরস্রোতা মাতামুহুরি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর শুক্কুর সাংবাদিক দের বলেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। ১৫ হাজার টাকা সুদে- আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হতে পারে না। এখানে ভিন্ন কিছু থাকতে পারে। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে দ্রুত পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।