1. voktatv1@gmail.com : ভোক্তা সমাচার : ভোক্তা সমাচার
  2. info@www.dailybhoktasamachar.com : ভোক্তা সমাচার :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মাত্র ৫৪ বছর বয়সে মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। তিনি বেশ কিছুদিন ধরেই আইসিইউতে ভর্তি ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, খল চরিত্রের এ অভিনেতা অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই। এরপর ২৩ মে (শুক্রবার) রাতে মুকুল দেব মারা যান।

অভিনেতার ভাই রাহুল দেবও বলিউডে খলনায়কের চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। মুকুল দেবের মৃত্যুর খবর নিশ্চিত করে সন অফ সর্দার ছবির অভিনেতা বিন্দু দাড়া সিং।

তিনি আক্ষেপ করে বলেছেন, মুকুল আর কোনো দিন নিজেকে বড়পর্দায় দেখতে পারবেন না।

জানা গেছে, মা-বাবা মারা যাওয়ার পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। এমনকি মুকুল বাড়ির বাইরেও খুব একটা বেরোতেন না বা কারোর সঙ্গে দেখা করতেন না।

তবে বেশ কিছুদিন ধরে অভিনেতার শরীর ভাল ছিল না। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আইসিইউতে ভর্তি ছিলেন মুকুল।

মুকুল দেবের মৃত্যুর খবরে বলিউডে ফের শোকের ছায়া নেমে এসেছে। বলিউডে খুবই পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। তিনি তার ক্যারিয়ারে শুরু করেন একজন মডেল হিসাবে।

এরপর দস্তক, সরফরোশ, ওয়াজুদ, হিম্মতওয়ালা, কোহরাম, জাস্ট ম্যারেড, দে তালি, রজনীসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ও বাংলা ছবিতেও মুকুল দেবকে দেখা গিয়েছে অভিনয় করতে।

অভিসন্ধী, আওয়ারা, বচ্চম, সুলতান: দ্য সেভিয়ার এই চারটে বাংলা ছবিতে অভিনয় করেন মুকুল।

দস্তক সিনেমায় সুস্মিতা সেনের বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করলেও তিনি বেশিরভাগ ছবিতেই পার্শ্ব চরিত্র ও ভিলেনের ভূমিকাতেই দেখা গিয়েছে তাকে।

তার মুত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেক তারকাই তার এই আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট