কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় আব্দুর রহিম ওরফে রইক্ষ্যা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ফজরের নামাজের সময় স্থানীয় মুসল্লিরা বিকাশ মোড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহত আব্দুর রহিম মোছনীর নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী ছারা খাতুন ও তার ছেলে আবদুর রহমান জানান, মুঠোফোনে বন্ধুর কল পেয়ে রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। ক্যাম্পের রোহিঙ্গা বন্ধুরা তাকে হত্যা করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের কপাল ও মাথা থেঁতলানো। চোখের পাশে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে।
গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ডাকাত নুর কামাল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই নতুন খুনের ঘটনায় ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের হাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহিত রইক্ষা রোহিঙ্গা সন্ত্রাসী ‘আলম’ গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মুঠোফোনে ডেকে নিয়ে ক্যাম্পের ভিতর এভাবে পিটিয়ে ও গুলি করে হত্যা দুঃখজনক। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবগত করা হয়েছে।
ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের কোন্দলে তাকে হত্যা করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা আরও ভালো জানাতে পারবেন। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি।